স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংকে বরণ করতে জনতার ভিড়, সড়কে যানজট
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মুরাদ জং ঢাকা থেকে সাভারের শিমুলতলায় রাজনৈতিক কার্যালয়ে আসবেন, বিষয়টি জানতে পেরে সকাল থেকে সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তাকে বরণ করার জন্য রাজনৈতিক কার্যালয় এলাকায় জড়ো হতে থাকে। তারা মোটর শোভাযাত্রা, পিকআপ, ট্রাকে করে ওই বাসভবনের দিকে রওনা হয়। অনেক নেতাকর্মী মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে যায়।
এ সময় সাভারের বিভিন্ন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মহাসড়ক দিয়ে চলাচলকারীরা। সাভার মডেল থানা পুলিশ নেতাকর্মীদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মহাসড়ক আটকে শিমুলতলায় আসতে থাকায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট তৈরি হয়। শিমুলতলায় মহাসড়কের আরিচাগামী লেনে নেতাকর্মীরা অবস্থান নেয়।
সমর্থক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, দীর্ঘ ১১ বছর পর মুরাদ ভাই সাভারে আসছেন, তাই সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তাকে রিসিভ করার জন্যে যাচ্ছে।
ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, ‘মহাসড়কে নেতাকর্মীদের কারণে বিভিন্নস্থানে যানজট সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি, যানচলাচল স্বাভাবিক রাখার।’
সাব্বির/বকুল
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম