ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

পাসপোর্ট করতে গিয়ে ময়মনসিংহে ধরা পড়লেন ২ রোহিঙ্গা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৯ ডিসেম্বর ২০২৩  
পাসপোর্ট করতে গিয়ে ময়মনসিংহে ধরা পড়লেন ২ রোহিঙ্গা

স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন সাঈদ (২৬) ও নাসিমা (২১) নামের দুই রোহিঙ্গা তরুণ-তরুণী। তারা কক্সবাজারের টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসেন আটককৃতরা। এসময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয় পাসপোর্ট অফিসের লোকজনের। তারা ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

মিলন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়