ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৩
গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনদহ এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায় হরতাল সমর্থকরা। এরপর তারা পর্যায়ক্রমে রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও বালুবাহী দুটি ড্রাম ট্রাক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হরতাল সমর্থকদের ইটপাটকেলের জবাবে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে পুলিশের একাধিক দল হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায়। 

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড টিয়ালশেল ছোড়া হয়। ঘটনাস্থলে হরতাল সমর্থনকারীদের আক্রমণের শিকার একটি বাস পেয়েছি। কয়েকটি গাড়িতে বিক্ষিপ্ত হামলা করেছে তারা।

আরো পড়ুন:

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়