ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

নির্বাচনি ক্যাম্প বসানো নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২০ ডিসেম্বর ২০২৩  
নির্বাচনি ক্যাম্প বসানো নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ-৪ আসনের নির্বাচনি অস্থায়ী ক্যাম্প বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতিতে রফিকুল ইসলাম (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি আ.লীগের কর্মী ছিলেন। 

চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, কোনাপাড়া হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। ক্যাম্প কে তৈরি করবে, এ নিয়ে নিহতের ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) ও রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েন। কিছু সময়ের মধ্যেই রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনও চিহ্ন দেখা যায়নি। তবে, নাকের একটু ওপরে বামপাশে কাটা জখমের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে আছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রফিকুল ইসলামের সাথে তার ভাই-ভাতিজাদের জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। 

মিলন/স্বরলিপি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়