ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

লালমনিরহাটে সরকারি ওষুধ চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:১৫, ২০ ডিসেম্বর ২০২৩
লালমনিরহাটে সরকারি ওষুধ চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

আটককৃত পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন লাবু

লালমনিরহাটে সরকারি ওষুধ চুরির দায়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন লাবুকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত লাবু লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জেলার সদর হাসপাতালের মূল ফটকের সামনে থেকে ১৮ ব্যাগ স্যালাইনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা লাবুকে আটক করে। আটককৃত লাবুকে স্যালাইনসহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে এলাকাবাসী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়।

ওষুধ (স্যালাইন) চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক নিশ্চিত করেছেন।

লাালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. রমজান আলী বলেন, ১৮ ব্যাগ স্যালাইনসহ লাবু নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

ওষুধ চুরির সাথে হাসপাতালের কেউ জড়িত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হাসপাতালের কেউ জড়িত থাকলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত এবং জড়িত থাকার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জামাল/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়