ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ভাতার তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি, নৌকার প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ২১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:০২, ২১ ডিসেম্বর ২০২৩
ভাতার তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি, নৌকার প্রার্থীকে শোকজ

নৌকায় ভোট প্রদান না করলে সরকারি ভাতা সুবিধাভোগীদের ভাতার তালিকা থেকে বাদ দেয়া, বিভিন্ন ভয়-ভীতি দেখানোসহ উল্কানিমূলক বক্তব্য দেয়ায় ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী এমপি রমেশচন্দ্র সেনকে শোকজ করেছেন আদালত।

২০ ডিসেম্বর ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ প্রার্থী রমেশচন্দ্র সেনের ঠিকানায় পৌঁছেছে।

নোটিশ অনুযায়ী, আইন ভঙ্গের কারণে কেন রমেশচন্দ্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এ জন্য আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে  উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

নোটিশে উল্লেখ রয়েছে, এতদ্বারা আপনাকে এই মর্মে কারণ দর্শানো যাচ্ছে যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি জনাব রমেশচন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আপনি নির্বাচনি প্রচারণাকালে  ২০ ডিসেম্বর  ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নে পোকাতি সেন্টার হাটে নির্বাচনি জনসভায় ভোটারদের ভয়-ভীতি দেখানোসহ উল্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন যা বিভিন্ন জাতীয় দৈনিকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই বক্তব্য গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭(৩) (খ) অনুচ্ছেদ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ক) ধারার লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ রয়েছে। 

নোটিশের বিষয়ে কথা বলতে রমেশচন্দ্র সেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

হিমেল/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়