ঢাকা-২০
স্বতন্ত্র এমপি প্রার্থীর মাদকসহ ছবি ফেসবুকে
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের মাদকসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে, মোহাদ্দেছ হোসেনের দাবি, ছবিটি ‘ভুয়া এবং বানানো’। স্থানীয়রা বিষয়টিকে ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন।
মোহাদ্দেছ হোসেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ওই ছবিটি ভাইরাল হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ছবিতে দেখা যায়, এক বোতল মদ ও গ্লাসে মদসহ বসে আছেন মোহাদ্দেছ হোসেন। পাশে বসে আছেন মোহাদ্দেছের অনুসারী ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার। এসময় আশপাশে আরও কয়েকজনকে বসে থাকতে দেখা যায়।
সচেতন নাগরিক সমাজ ধামরাই-এর আহ্বায়ক মো. ইমরান হোসেন বলেন, ‘এটা অবশ্যই নেতিবাচক দিক। জনপ্রতিনিধি যারা তারা দেশের আদর্শ নাগরিক হবেন। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবেন। তাদের সবাই অনুসরণ করবেন। এমন মানুষই হওয়া উচিৎ। এ বিষয়ে কেউ সম্পৃক্ত হয়ে থাকলে বিষয়টি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
ধামরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকু বলেন, ‘এটা লজ্জার বিষয়। একজন নেতা যদি এইসব ঘটনা ঘটান সেটা খুবই লজ্জার বিষয়। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে থাকি। সেখানে একজন নেতা যদি মাদকাসক্ত হন তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা যায়, এরকম নেতার কারণে মাদক ছড়িয়ে পড়ে।’
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লা বলেন, ‘আমি শুনছি। এখনো দেখিনি। ওই রকম হলে সেটা ন্যাক্কারজনক ঘটনা। জনপ্রতিনিধি তো এই ধরনের কাজকর্ম করতে পারেন না।’
সুতিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (নওগাঁও দক্ষিণ পাড়া) ইউপি সদস্য মো. বাবুল আক্তার বলেন, ‘এই ছবি কে দিছে? কে দিল তারে দেখান। ওই রকম কোনো ঘটনা নাই।’
মাদকসহ ছবির বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, ‘এটা পাইছি। এটা ভুয়া পুরাই ভুয়া। এটা বানায় দিছে। আপনি আইসেন। আপনার লগে কথা কমুনি।’
সাব্বির/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম