মোবারকগঞ্জ সুগার মিলে আখ মাড়াই মৌসুম উদ্বোধন
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মোবারকগঞ্জ সুগার মিল
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মিলের ডোঙ্গায় আখ ফেলে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএসএফআইসি-এর প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম।
কর্তৃপক্ষ জানায়, মোবারকগঞ্জ সুগার মিলে চলতি মৌসুমের ৪০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চিনি আহরণের গড় ৬ শতাংশ হলে এ পরিমাণ চিনি উৎপাদন হবে। এবছর মিলে প্রতিমণ আখের দাম ধরা হয়েছে ২২০ টাকা। আগের বছর আখের মণ ছিল ১৮০ টাকা।
২০২২-২৩ মাড়াই মৌসেুম মোবারকগঞ্জ সুগার মিলে আখের অভাবে মাত্র ২৮ দিনে মাড়াই কাজ শেষ করে। ওই মৌসুমে কৃষকরা মাঠে আখ রোপণ না করায় মিলটি ৩৫ হাজার ৩৬০ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৭৪৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।
প্রসঙ্গত, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে ১৯৬৫ সালে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০৭.৯৩ একর নিজস্ব জমির ওপর নেদারল্যান্ড সরকার মোবারকগঞ্জ চিনিকলটি স্থাপন করে।
শাহরিয়ার/মাসুদ