ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

ফরিদপুর-৩ আসন

ঈগল জয়ী হলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না: এ কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:৪৪, ২২ ডিসেম্বর ২০২৩
ঈগল জয়ী হলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না: এ কে আজাদ

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ (ফা্ইল ছবি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কোনও ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কানাইপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ঈগল মার্কার নির্বাচনি প্রচারণা চালান তিনি।
গণসংযোগে এ কে আজাদ বলেন, ‘নির্বাচিত হলে ফরিদপুর থেকে সন্ত্রাস নির্মূল করব। যদি ৭ জানুয়ারিতে ঈগল জয়ী হয়; তাহলে ৮ তারিখে তারা আগের জায়গায় চলে যাবে। এরা দীর্ঘদিন পালিয়ে ছিল, আবার তারা এসেছে।’

তিনি আরও বলেন, ‘কানাইপুর বাজার একটি মডেল বাজার হবে। এখানে কোনও চাঁদাবাজি হবে না। কোনও ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না। আমি একজন ব্যবসায়ী, আপনাদের প্রতিনিধিত্ব করা আমার নৈতিক দায়িত্ব, আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব। আপনাদের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা সমাধান করা হবে।’

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত ও খুশি। আপনারা ৭ জানুয়ারি তারিখে যদি ঈগল মার্কাকে জয়ী করেন। ওয়াদা দিচ্ছি, প্রতিটি ইউনিয়নে একটি করে ট্রেনিং সেন্টার করব। ট্রেনিং সেন্টার থেকে ১০০-১৫০ ছেলে-মেয়ে প্রতি মাসে প্রশিক্ষণ শেষে বের হবে। তাদের চাকরির ব্যবস্থাও আমি করব।’

এদিকে সন্ধ্যায় ফরিদপুর সদরের পশরা গ্রামে এ কে আজাদ বলেন, ‘আপনারা ঈগলকে কেন ভোট দিবেন? আপনারা অনেকে আজাদ সাহেবকে তো চিনেনও না। কি বলে আজাদ সাহেবের জন্য ভোট চাইবেন আপনার। ফরিদপুর শহরতলীর পশরা গ্রামে এক সময় বিদ্যুৎ ছিল না, ছিল না কোনো রাস্তা, সবাই কাদা পায়ে বাড়ি ফিরতো। আমি প্রথমে এখানে হ্যাচারি করি। তখন বিদ্যুৎ আনি, রাস্তা করে দেই। পদ্মায় আমার বাবার নামের স্কুলটি ভেঙে গেলে এম এ আজিজ হাই স্কুল এখানে প্রতিষ্ঠা করি। সেই পশরা এখন আর গ্রাম নেই শহরে পরিণত হয়েছে। এখানকার ছেলেমেয়েরা এখন শিক্ষিত চাকুরি করে।’

তিনি সকাল ৭টা থেকে দিনব্যাপী সদর আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করতে ফরিদপুর পৌরসভার কৃষি কলেজ এলাকা, বেইলি ব্রিজ বাজার, ফরেস্ট অফিস বাজার, রাজবাড়ী রাস্তার মোড়, বাইপাস সড়কে ভ্রমণ করেন। এছাড়া দুপুরে বাইতুল আমান ইজতেমার মাঠে জুমার নামাজ আদায় করেন। এসময় মুসল্লিদের সাথে কুশল আদায় করেন।
এরপর বিকাল তিনটায় সাহেব বাড়ি, সন্ধ্যায় পশরায়, রাতে নিখুরদী বৌঘাটা বাজারে এবং বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসংযোগ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম নেভ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, মনিরুজ্জামান মনির, বদিউজ্জামান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, সদস্য ফকির মো. বেলায়েত হোসেন, গেরদা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াদ মিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তামিম/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়