বড়দিন উপলক্ষে চট্টগ্রামে বর্ণিল আয়োজন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

বড়দিন উপলক্ষে ক্রিসমাসকে স্বাগত জানাতে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং বর্ণিল আয়োজন করেছে। পেনিনসুলার বিভিন্ন রেস্টুরেন্টে বিশেষায়িত খাবারের বড় আয়োজনের পাশাপাশি রাখা হয়েছে লাইভ মিউজিকের।
ক্রিসমাসের সাজে পুরো পেনিনসুলাকে সাজিয়ে তোলা হয়েছে আলো ঝলমলে নান্দনিকতায়। এছাড়া সবার মধ্যে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে সবার প্রিয় সান্তা ক্লজ শিশুদের জন্য বিশেষ উপহার নিয়ে সারাদিনই উপস্থিত থাকবেন।
পেনিনসুলা প্রতিবছর ক্রিসমাস ইভ এবং ক্রিসমাস ডেতে ধারাবাহিকভাবে বৈচিত্রময় আনন্দঘন নানা আয়োজন রাখে। এরই ধারাবাহিকতায় এবারও বড়দিনে আকর্ষনীয় রূপে সেজেছে পেনিনসুলা। প্রতিটি আউটলেট সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং রঙিন আলোয়। পেনিনসুলা চিটাগং-এর রুপটপে অবস্থিত ওজোন লাউঞ্জে আয়োজন করা হয়েছে লাইভ মিউজিকের।
খ্যাতিমান ব্যান্ড ‘সাসটেইন’ ওজন লাউঞ্জে লাইভ মিউজিক পরিবেশন করবে। সঙ্গে রাখা হয়েছে বৈচিত্রময় খাবারের বড় আয়োজন। ক্রিসমাস স্পেশাল মকটেল, বিশেষ করে মেরি গ্রেপস স্পার্কলার ইঙ্গেল, চেরি মোজিটো, উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাঞ্চ এবং ফেস্টিভ স্ট্রবেরি ডিলাইট স্পেশাল অফারে উপভোগ করতে পারবেন অতিথিরা।
অপরদিকে পেনিনসুলার লেভেল-১৫ এ সিরাস স্কাই ডাইনিং-এ সুরেলা পিয়ানোর মিউজিকের সুরে অতিথিদের স্বাগত জানানোর আয়োজন রাখা হয়েছে। বড়দিন উপলক্ষে এই রেস্টুরেন্টে উৎসবের বিশেষ চারটি কোর্স মেনু উপভোগ করতে পারবেন।
এছাড়া হোটেলের লেভেল ৫-এ, লেগুনা রেস্তোরাঁয় রোস্টেড টার্কি এবং বিফ ওয়েলিংটন, সীফুড থার্মিডর, প্যান ফ্রাইড পমফ্রেট, হোল রেড স্ন্যাপার, ক্যানাপেস এবং আরও অনেক সুস্বাদু খাবারের সঙ্গে ক্রিসমাস স্পেশাল ডেজার্টসহ বড়দিনের উৎসবের বিশেষ বুফে আয়োজন রাখা হয়েছে।
বড়দিনে আগত অতিথিদের আনন্দ দিতে লেগুনা রেস্টুরেন্টেও লাইভ মিউজিকের আয়োজন রাখা হয়েছে। লেগুনার বড়দিনের স্পেশাল বুফে ডিনার উপভোগ করতে নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারাীরা বাই ওয়ান গেট ওয়ান অফার উপভোগ করতে পারবেন।
অপরদিকে গ্রাউন্ড ফ্লোরে সেইন্টস ক্যাফেতে ক্রিসমাসের খাবারের বিশেষ আয়োজন রেখেছে পেনিনসুলা। সেইন্টস ক্যাফে হলিডে এলিক্সির মকটেল অফার রয়েছে এ দিনে। এছাড়া সবার মধ্যে বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে সবার প্রিয় সান্তা ক্লজ শিশুদের জন্য বিশেষ উপহার নিয়ে সারাদিনই উপস্থিত থাকবেন।
/রেজাউল/মেহেদী/