ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মুন্সীগঞ্জে নৌকার ক্যাম্প ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৩  
মুন্সীগঞ্জে নৌকার ক্যাম্প ভাঙচুর

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

রোববার দিবাগত রাতে ওই ইউনিয়নের চৈতারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন নৌকার সমর্থকরা। এ ঘটনায় সদর থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে চৈতারচর এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা ক্যাম্পটি তৈরি করে। গতকাল রাতেও ক্যাম্পটি ঠিক ছিল। তবে সকালে দেখা যায় কে বা কারা ক্যাম্পের পোস্টার, প্যান্ডেলের কাপড় ছিঁড়ে রেখেছে।  

এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নৌকার সমর্থক মোহসিনা হক কল্পনা অভিযোগ করে বলেন, রাতে প্রচার প্রচারণা শেষে কর্মীরা বাড়ি ফিরে গিয়েছিল। সকালে আমার কাছে ফোন আসে কাঁচি প্রতীকের সমর্থকরা ক্যাম্পে ভাঙচুর করেছে। এসে দেখি ক্যাম্পের সব চেয়ার ফেলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার- ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হয়েছে। কাঁচি মার্কার সমর্থক স্থানীয় মুজিবর, মনির মেম্বারের নেতৃত্বে রাতে হামলা করেছে। গত কয়েকদিন ধরেই তারা হুমকি দিয়ে আসছিল। আমরা এর বিচার চাই।

ক্যাম্পের দায়িত্বে থাকা কাজী হৃদয় বলেন, গতকল ফয়সাল বিপ্লবের লোকজন আমাদের গালাগাল করেছে। ক্যাম্পে রাতে লাইট ছিল না। এই সুযোগে ভাঙচুর করেছে। 

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আনসারুজ্জামান জানান, সেখানে পুলিশের একটি দল কাজ করছে। লিখিত অভিযোগ পেলে সত্যমিথ্যা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রতন//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়