ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

অপসাংবাদিকতা সরকারের শক্তভাবে দমন করা দরকার: নিজামুল হক নাসিম

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৫ ডিসেম্বর ২০২৩  
অপসাংবাদিকতা সরকারের শক্তভাবে দমন করা দরকার: নিজামুল হক নাসিম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, অপসাংবাদিকতা সরকারের শক্তভাবে দমন করা দরকার। প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো দেশের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করা। সেই হিসেবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, তাদের প্রশিক্ষণ দিচ্ছি।

সোমবার (২৫ ডিসেম্বর) জয়পুরহাট সার্কিট হাউজ কনফারেন্স রুমে ‘হলুদ ও অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, যেকোনো মূল্যে হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে। নীতি, নৈতিকতা, রাষ্ট্রীয় আইন মেনে সাংবাদিকতা করতে হবে। প্রতিটি জেলা থেকে সঠিক সাংবাদিকদের বাছাইয়ের কাজ চলছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন খান জাহাঙ্গীর প্রমুখ। প্রশিক্ষণে জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছেন।

শামীম/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়