ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

কুমিল্লা-১১

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৩  
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়াসহ কর্মীকে মারধর ও অবৈধ অস্ত্র দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অফবিট রেস্তোরায় ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

মিজানুর রহমান বলেন, দলের অনুমতি নিয়েই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। কিন্তু, দলের নমিনেশন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের অনুসারীরা আমার কর্মীদেরকে প্রচারণা করতে দিচ্ছে না। আমার পোস্টার লাগানোর পর তারা রাতের আঁধারে সেগুলো ছিঁড়ে ফেলে ও আমার সমর্থকদের গায়ে হাত তুলে তাদেরকে আহত করে ও তাদের বাড়িঘর ভাংচুর ও হামলা করে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, আমি আমার নির্বাচনি প্রচারণার কাজ নির্বিঘ্নে চালাতে পারছি না। আমি প্রশাসনের কাছে এই ঘৃণিত কাজের বিচার চাই।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল সোবাহান ভূঁইয়া হাসানসহ আরও অনেকে।

রুবেল/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়