ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মাদারীপুর-০৩ আসন

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ডাসার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৫ ডিসেম্বর ২০২৩  
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ডাসার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ

মাদারীপুরের কালকিনি থানার পর এবার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এই অভিযোগের পরিপেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ আসে। এর আগে রোববার আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, মাদারীপুর-০৩ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা বেগম। এছাড়া এই আসনে আরও ৬ প্রার্থী রয়েছেন। মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-০৩ আসন।

বেলাল/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়