বিএ পাস করেও ছিলেন বেকার, মিললো যুবকের ঝুলন্ত মরদেহ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের তিনদিন পর সাব্বির আহমেদ শুভ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। শুভ ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব ক্যাম্প গোরস্তানপাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, বিএ পাস করে বেকার অবস্থায় বেশ কয়েক বছর ধরে বাড়িতে বসেছিল শুভ। কর্মসংস্থানেরও চেষ্টা করেছিল। আর্থিক সংকট নিয়েও হতাশায় ছিল সে। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয় শুভ।
মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতরে হর্টিকালচার সেন্টারের শ্রমিকরা দেখতে পায়, লিচু গাছে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে এক যুবক। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহটি শুভর বলে শনাক্ত করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া, তার পরিবার কাছ থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শাহীন/কেআই