ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

বাগেরহাটে ভেজাল ওষুধ তৈরি, ইউপি সদস্যকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩
বাগেরহাটে ভেজাল ওষুধ তৈরি, ইউপি সদস্যকে জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে অনুমোদন ছাড়া গবাদি পশুর ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে মো. ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ওই জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। সেই সাথে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ এবং অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

অর্থদণ্ড প্রাপ্ত মো. ফজলুর রহমান মোরেলগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কোন প্রকার অনুমোদন ছাড়াই ইউপি সদস্য মো. ফজলুর রহমান গবাদি পশুর ওষুধ তৈরি ও বাজারজাত করছিলেন। এই অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শহিদুল/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়