ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাংলাবান্ধা স্থলবন্দরে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৭ ডিসেম্বর ২০২৩  
বাংলাবান্ধা স্থলবন্দরে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পরিত্যক্ত একটি মর্টার শেল ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। 

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের সামনের ফাকা জায়গায় সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল মর্টারশেলটি ধ্বংস করে।

বাংলাবান্ধা বিওপি কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরের জয় ট্রেডার্স এর একটি পাথরের সাইটে মর্টার শেলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয় এক শিশু সেটি নিয়ে খেলতে শুরু করে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মর্টার শেলটি উদ্ধার করা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। আজ (বুধবার) বিজিবি ও পুলিশের সহযোগিতায় সিক্স ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের টিমের ডিসপোজাল টিমের কমান্ডার ক্যাপ্টেন আছিব ও এ্যামিনেশন ব্যাটালিন অফিসার ক্যাপ্টেন ফাত্তাহ’র নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট বোম্ব ডিসপোজাল টিম সফলভাবে মর্টার শেলটি ধ্বংস করেন। 

আরো পড়ুন:

কমান্ডার ক্যাপ্টেন আছিব জানান, মর্টার শেলটিতে মরিচা পড়া ছিল। ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়কার।

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়