ফেনী-১
নাসিম চৌধুরীর প্রচারণায় জাসদ নেত্রী শিরিন
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে নির্বাচনি প্রচারণায় নেমেছেন জাসদ সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য শিরিন আখতার। এসময় তার সঙ্গে জাসদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের মির্জার বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে নাসিম চৌধুরীর সঙ্গে গণসংযোগ করেন তিনি। পরে বিশিষ্টজনদের মতবিনিময় সভায় শিরীন আখতার আলাউদ্দিন নাসিম ও নৌকার জন্য ভোট চান।
শিরিন আখতার বলেন, তিনি দায়িত্বপালনকালে (সংসদ সদস্য) অনেক উন্নয়ন হয়েছে। অসমাপ্ত কাজ নাসিম চৌধুরী সমাপ্ত করবেন। এজন্য প্রয়োজনে তিনিও সহযোগিতা করবেন।
শিরিন আখতার ২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। সেবার নৌকার টিকিট পেয়েও দলের সিদ্ধান্ত মেনে সরে যেতে হয় আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার মজুমদার তপনকে। ২০১৮ সালে শিরিন আখতার নৌকা নিয়ে ধানের শীষ প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বার এমপি হন। এবারও তাকে ঘিরে নানা জল্পনা ছিলো। শেষ মুহূর্তে নাসিম চৌধুরী নৌকার টিকিট পাওয়ায় এ আসন থেকে সরে যেতে হয় দুইবারের এমপি শিরিন আখতারকে।
সাহাব/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম