ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৭ ডিসেম্বর ২০২৩  
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এই ঘটনা হয়েছে।

নিহতরা হলেন, ওই গ্রামের বাকপ্রতিবন্ধি শফিকুল ইসলাম (৪০) ও তার শিশু কন্যা হৃদিমনি (৭)। হৃদিমনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, শফিকুল বিকেলে পুকুরে পানির সেচ দেওয়ার সময় তাঁর শিশু কন্যা হৃদিমনি বৈদ্যুতিক মটরের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় শফিকুল তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা টের পেয়ে বাবা-মেয়েকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি সুমন চন্দ্র রায় আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মিলন/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়