ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মাঠে নেই স্বতন্ত্র প্রার্থী বাবা, নৌকার প্রচারণায় ছেলে

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৩  
মাঠে নেই স্বতন্ত্র প্রার্থী বাবা, নৌকার প্রচারণায় ছেলে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম ছানা। নিজে প্রার্থী হলেও নেই কোনো প্রচারণায়।

এদিকে, নৌকার প্রচারণায় নেমেছেন নজরুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন (ট্রাক), জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু (লাঙ্গল), স্বতন্ত্র নজরুল ইসলাম ছানা (ঈগল) ও তৃণমূল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ (সোনালী আঁশ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ১১টি ইউনিয়ন ও ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৬২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬১৬ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

আরো পড়ুন:

জানা গেছে, ভোটের মাঠে সব প্রার্থী প্রচারণায় নামলেও প্রচারণায় নেই স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ছানা। নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত কোথাও কোনো সভা-সমাবেশ কিংবা গণসংযোগ করতে দেখা যায়নি তাকে।

এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন নজরুল ইসলাম ছানা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীক নিয়ে পেয়েছিলেন ৯ হাজার ৫৫৭ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম সানা পেয়েছিলেন ৪ হাজার ৫২৯ ভোট।

নজরুল ইসলাম ছানা বলেন, ভোট প্রার্থনায় আছি। 

/শাহরিয়ার/স্বরলিপি/


সর্বশেষ

পাঠকপ্রিয়