গরু বাঁধাকে কেন্দ্র করে কৃষককে হত্যার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ শফী চাপরাশি (৭৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নিহতের প্রতিবেশী মোশারেফ তালুকদার (৪৫)। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ শফী চাপরাশি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালি গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে।
আটক মোশারেফ তালুকদার একই এলাকার মৃত শেরজন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় ফারুক শেখের জমিতে মোশারেফ তালুকদার গরু বাঁধে। কিছুক্ষণ পর একই জমিতে মোহাম্মদ শফী চাপরাশি গরু বাঁধতে যায়। এ সময় মোশারফ বলে, আমার গরুর পাশে গরু বাঁধিস না। এই গরু বাঁধাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে অভিযুক্ত মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি চাপরাশির মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এ সময় মাঠের মধ্যেই মোহাম্মদ শফী চাপরাশির মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযুক্ত মোশারফ তালুকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/শহিদুল/স্বরলিপি/