ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নৌকার অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৮, ২৮ ডিসেম্বর ২০২৩
নৌকার অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ

নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম তার নেতাকর্মীদের উপর হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি।

মোরশেদ আলম বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানসহ ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে।

সুজন/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়