ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঝিনাইদহ-২ আসন

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

ঝিনাইদহ-২ আসনে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে হরিণাকুণ্ডু উপজেলার চারতলা নামক স্থানে এ ঘটনাটি হয়েছে। আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে চারতলা নিজের পুকুরে যাচ্ছিল স্বতন্ত্র প্রার্থীর সমর্থক টুকু। সেসময় নৌকা প্রতীকের সমর্থক দুলালসহ ৩ জন তাকে অতর্কিত হামলা করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টুকুকে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শাহরিয়ার/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়