চাঁপাইনবাবগঞ্জ-১ আসন
শিশুর শরীরে চা ঢেলে ঝলসে দিলো নৌকার সমর্থক!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত শিশু লালচান আলী
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ছেলে আওয়ামী লীগের নির্বাচনি অফিসে যাওয়ায় গরম চা ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার এক সমর্থকের বিরুদ্ধে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকায় লালচান আলী (১২) নামের এক শিশুর শরীরে চা ঢেলে দেওয়া হয়।সে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের মো. সুমন আলীর ছেলে।
শিশুর স্বজনরা জানান, লালচানের বাবা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। সে ‘ভুল করে’ বাড়ির পাশে নৌকার নির্বাচনি অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন গরম চা শিশুটির গায়ে ঢেলে দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর কবির বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আ.লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।
শিয়াম/ফয়সাল/এনএইচ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম