ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ-১ আসন

শিশুর শরীরে চা ঢেলে ঝলসে দিলো নৌকার সমর্থক!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:৫২, ২৮ ডিসেম্বর ২০২৩
শিশুর শরীরে চা ঢেলে ঝলসে দিলো নৌকার সমর্থক!

আহত শিশু লালচান আলী

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ছেলে আওয়ামী লীগের নির্বাচনি অফিসে যাওয়ায় গরম চা ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার এক সমর্থকের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকায় লালচান আলী (১২) নামের এক শিশুর শরীরে চা ঢেলে দেওয়া হয়।সে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের মো. সুমন আলীর ছেলে।

শিশুর স্বজনরা জানান, লালচানের বাবা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। সে ‘ভুল করে’ বাড়ির পাশে নৌকার নির্বাচনি অফিসে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন গরম চা শিশুটির গায়ে ঢেলে দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আরো পড়ুন:

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর কবির বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আ.লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

শিয়াম/ফয়সাল/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়