ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৯ ডিসেম্বর ২০২৩  
নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

আতাউজ্জামান বাবলু। ফাইল ফটো

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর করার অভিযোগে নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থীর কর্মীর নাম নাঈম। তিনি কাপাসিয়া উপজেলার দাওড়া গ্রামের সিরাজুল মাস্টারের ছেলে। অভিযুক্ত চেয়ারম্যান এসএম আতাউজ্জামান বাবলু কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন তার ফুফাতো ভাই শিল্পপতি আলম আহমেদ।

ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, একটি ভিডিওতে দেখা গেছে, নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের কর্মী নাঈমকে থাপ্পড় ও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রফিক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়