আচরণবিধি লঙ্ঘন: সাভারে স্বতন্ত্র প্রার্থীর ৩ সমর্থককে জরিমানা
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের তিন সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাসেল ইসলাম নূর এ জরিমানার আদেশ দেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী শোভাযাত্রা করছিলেন তার সমর্থকরা। এসময় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন এস এম রাসেল ইসলাম নূর।
অভিযানে শোভাযাত্রায় ব্যবহৃত তিনটি ট্রাক থামিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মামুন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর আলমকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮ (ক) বিধি লঙ্ঘনের দায়ে তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাব্বির/কেআই