ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন: সাকিব

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:১৭, ২৯ ডিসেম্বর ২০২৩
শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন: সাকিব

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। আমি আপনাদের সেবা করতে এসেছি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সাকিব বলেন, আমি আপনাদের কাছ থেকে নৌকায় শতভাগ ভোট দেওয়ার ওয়াদা নিতে এসেছি। আশা করি, ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই।

আরো পড়ুন:

কছুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু, কছুন্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু কাশেক মোল্যা প্রমুখ।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়