লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদত্যাগ
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লালমনিরহাটের সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের মাহতাব আলী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
মাহতাব আলী স্বাক্ষরিত জেলা জাতীয় পার্টির সভাপতি বরাবর দেওয়া পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়, তার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি স্ব-ইচ্ছায় পদত্যাগ করলেন। তিনি গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই পদত্যাগ পত্র দেন।
মাহতাব আলী সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের মৃত ইব্রাহিম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির লালমনিরহাট সদর উপজেলা সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে মন্তব্য পেতে আফতাব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
জামাল/টিপু