ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভোট বর্জনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৫২, ২৯ ডিসেম্বর ২০২৩
ভোট বর্জনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার বেসিক নন্দনপুর, বুধলসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক এবি এম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটন, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, সহ-সভাপতি রাশেদ কবির আকন্দ, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, মজিবুর রহমান মন্টু, আলাউদ্দিন মুন্সি রুবেল, আক্তার হোসেন, শামীম রেজা, নাইম ভূঁইয়া, হারুন মোল্লা প্রমুখ।

আরো পড়ুন:

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জহিরুল হক খোকন বলেন, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, নির্বাচনের নামে প্রহসন দেশের জনগণ মানে না মানবেও না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন এ দেশে হবে না। আমরা নির্বাচনের দাবি আদায় করেই ঘরে ফিরবো।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়