ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পথসভায় ভোট চেয়ে কাঁদলেন নৌকার প্রার্থী, ভিডিও ভাইরাল

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৩
পথসভায় ভোট চেয়ে কাঁদলেন নৌকার প্রার্থী, ভিডিও ভাইরাল

ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী এক পথসভায় কেঁদে কেঁদে ভোট প্রার্থনা করেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা বাজারে এক পথসভায় তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। এমনই এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেন, আমি ভবন করেছি, আমি মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। সবচেয়ে বেশি আমি ঝিনাইদহের মানুষকে হৃদয় দিয়ে ইজ্জত দিয়েছি, আমি সম্মান, আমি মর্যাদা দিয়েছি। আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না। আমি আপনাদের আল্লাহর ওয়াস্তে বললাম- আমাকে ফিরিয়ে দিয়েন না।

আরো পড়ুন:

আমার সাথে প্রতারণা হচ্ছে। আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে। আমি তাদেরকে শুধু দুর্নীতি করতে মানা করেছি। আমি বলেছি জিআর, কাবিখার টাকা দিয়ে দেন। মসজিদের টাকা লুটপাট করেন না। স্কুলের নিয়োগের টাকা খেয়ানত করেন না। আপনাদের বয়স হয়েছে। আপনারা মৃত্যু পথযাত্রী। আপনারা দুর্নীতি করেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে আমাদের সবাইকে জবাব দিতে হবে। আমার ভালো কথা বলার জন্য দীর্ঘ পথ যারা আমাদের সাথে ছিলো, তারা আজ আমাদের পরিত্যাগ করেছে।

এ সময় তিনি এক হাত উচিয়ে বলেন, হে আল্লাহ আমি গোনাহ করতে চাইনি। আমি মানুষের টাকা খেয়ানত করতে চাইনি। আজকে জনগণ কি আমার সাথে থাকবে না? জনগণ কি আমার পক্ষে অবস্থান নিবে না? মানুষ কি সততার পক্ষে থাকবে না? হে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়ে গেলাম। ভাইয়েরা আমার দোষ হলো, আমি সৎ। আমার দোষ হলো আমি স্বচ্ছ। হে আল্লাহ, আমি দুর্নীতির বিষয়ে জিহাদ ঘোষণা করলাম। আপনারা কি নৌকায় ভোট দিবেন? বক্তব্য শেষে তিনি চোখের পানি মুছতে থাকেন। 

শাহরিয়ার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়