ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৪২, ২৯ ডিসেম্বর ২০২৩
ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) শহরের কালীবাড়ি বাজারে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন প্রমুখ।

নাজমুল হাসান রানা বলেন, বর্তমান সরকারের পাতানো নির্বাচনে বিএনপিসহ দেশের সাধারণ জনগণ ভোট দিতে যাবে না। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো।

তিনি আরও বলেন, এই একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। তাইতো সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

রাসেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়