শনিবার মাদারীপুরের কালকিনিতে যাবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে চলছে সভা মঞ্চ তৈরির কাজ
শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগমনকে সামনে রেখে কালকিনি জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। নেতাকর্মীরা সবাই উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তারা। এদিকে, শেখ হাসিনার সফর নির্বিঘ্ন করতে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, এই প্রথম কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী। তার এই সফর উপলক্ষে প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। একইসঙ্গে জনসভাস্থল কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়ক আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আসবেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন।
কালকিনি সৈয়দ আবুল হোসেন কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মজিবুর রহমান বলেন, আমাদের কলেজ মাঠে প্রধানমন্ত্রী আসবেন এতে আমরা আনন্দিত। উপজেলা কোঠায় আমরা আমাদের কলেজ জাতীয় করণের দাবি জানাচ্ছি তার কাছে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। আশা করছি প্রচুর লোক সমাগম হবে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এলাকাজুড়ে জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছেন।
বেলাল/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম