সাকিবের জন্য মাগুরায় প্রীতি ম্যাচ খেললেন এক ঝাঁক তারকা ক্রিকেটার
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন টিমের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছেন জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা খেলোয়াড়। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শহরের নোমানী ময়দান মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের খেলোয়াড় নুরুল হাসান সোহান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক সৈকত, মমিনুল, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম ও মিজানুর রহমান। এসময় অন্যদের মধ্যে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম এবং স্বনামধন্য কোচ মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন। মাঠে খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী ক্রিকেট ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।
ম্যাচে মাগুরা টিম আট ওভারে ১১০ রান করে। খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান করেন জাতীয় দলের খেলোয়াড়রা।
মাগুরা জেলার ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, বিজয়ের মাসে সাকিবের নির্বাচনি প্রচারণায় মাগুরায় এসেছেন জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেট খেলোয়াড়। তারা মাগুরায় আসায় আমরা খুবই খুশি। তারা শহরের নোমানী ময়দানে প্রীতি ক্রিকেটে আমাদের সঙ্গে অংশ নেন। মাগুরাবাসী আজ সাকিবের জন্য গর্বিত, কারণ জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়কে আজ মাগুরাবাসী সামনা সামনি দেখতে পেলেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আমরা মাগুরা স্টেডিয়ামে বড় পরিসরে তাদের (জাতীয় দলের খেলোয়াড়) খেলা দেখতে চাই। ক্রিকেট নিয়ে মাগুরায় সাকিবের অনেক ভাবনা রয়েছে। সংসদ নির্বাচনে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে। সব খেলোয়াড় সাকিবকে জয়ী করতে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন।
শাহীন/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম