দ্বাদশ সংসদ নির্বাচন
খুলনা বিভাগে ভোটার ১ কোটি ৩৪ লাখ
মুহাম্মদ নূরুজ্জামান, খুলনা || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলায় ভোটারের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৭ লাখ ৪৬ হাজার ৪৯১ জন ও নারী ভোটারের সংখ্যা ৬৭ লাখ ২০৫ জন। এছাড়া, এই বিভাগে ভোট কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৯৮৪টি। ভোট কক্ষের সংখ্যা ৩০ হাজার ২৫৩টি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এতথ্য জানান। খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৩৬ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৬ হাজার ৩৫৭ জন। নারী ভোটার ৭ লাখ ১৭ হাজার ৫৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫২০টি ও ভোট কক্ষের সংখ্যা ৩২৪২টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৯ জন।
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন। পুরুষ ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৮৬ জন ও নারী ভোটারের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৪০ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮৮টি ও ভোট কক্ষের সংখ্যা ২৭৯৬টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৬ জন।
সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন ও নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৬০২টি ও ভোট কক্ষের সংখ্যা ৩৭১৮টি। এখানকার চারটি আসনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীর সংখ্যা ৩০ জন।
যশোর জেলার ৬টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন, নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ৬২ হাজার ৯৫৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৫টি ও ভোটকক্ষের সংখ্যা ৫২১৭টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩২ জন।
নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৩২ জন। যার মধ্যে পুরুষ ৩ লাখ ২১ হাজার ও নারী ভোটার ৩ লাখ ২০ হাজার ১২৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২৫৭টি ও ভোট কক্ষের সংখ্যা ১৪৪১টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৪ জন।
মেহেরপুর জেলার ২টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৭ হাজার ৪৯ জন। নারী ভোটার রয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯১৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২০৭টি ও ভোট কক্ষের সংখ্যা ১২৯৮টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৩ জন।
ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে ভোটারের ১৫ লাখ ১ হাজার ৪৮০ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজার ৬৭০ জন। নারী ভোটারের সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার ৭৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১২ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮৫টি ও ভোট কক্ষের সংখ্যা ৩৪২১টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৬ জন।
কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে ভোটার রয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৫১৬ জন। নারী ভোটারের সংখ্যা ৮ লাখ ২১ হাজার ৩৮৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫৭৮টি ও ভোট কক্ষের সংখ্যা ৩৮২৩টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩১ জন।
চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৭৯২ জন, নারী ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ২৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫৪টি ও ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ২২২টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৫ জন।
মাগুরা জেলার ২টি সংসদীয় আসনে ভোটার রয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন ও নারী ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৭১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৫টি ও ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৫৯৭টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১০ জন।
খুলনা বিভাগের ১০ জেলায় ১০ জন রিটার্নিং কর্মকর্তা, ৭১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৪ হাজার ৯৮৪ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩০ হাজার ২৫৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৬০ হাজার ৫০৬ জন পোলিং কর্মকর্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করবেন।
মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম