ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

যশোরে নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:৪৯, ২৯ ডিসেম্বর ২০২৩
যশোরে নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

পুড়ে যাওয়া নৌকা প্রতীকের কার্যালয়

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের একটি নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি হয়েছে পৌরসভার বায়সা নূরপুর এলাকায়। আগুনে নির্বাচনি কার্যালয়ের চেয়ার ও প্যান্ডেলের কিছু অংশ পুড়ে গেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ওই নির্বাচনি কার্যালয়ের ২০টি চেয়ারসহ প্যান্ডেলের কাপড় পুড়িয়ে দিয়েছে। ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হবে।

আরো পড়ুন:

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

রিটন/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়