কেউ ঘেউ ঘেউ করলে কিছু যায় আসে না: খায়রুজ্জামান লিটন
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এএইচএম খায়রুজ্জামান লিটন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘যারা বলেন ৭ তারিখের আগে সরকারের পতন হবে, তারা এই কথা গত ৭ বছর ধরেই বলে আসছেন। কিন্তু সরকারের পতন ঘটেনি। আরব দেশের একটা প্রবাদ আছে, “কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়।” আমাদের কাফেলা- নৌকার কাফেলা সামনে এগিয়ে যাচ্ছে। পেছনে কেউ ঘেউ ঘেউ করলেও আমাদের এখন কিছু যায় আসে না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান আসাদের পক্ষে কাটাখালীর মাসকাটাদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সভায় তিনি একথা বলেন। কাটাখালী পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে এই সভার আয়োজন করে।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘যারা ৭ তারিখের আগে সরকারের পতনের কথা বলেছিলেন তারা এখন কোথায়? কী করছে? আপনারা, আমরা সবই দেখছি। কেউ নির্বাচন ব্যাহত করতে বা ভোট প্রদানে বাধাগ্রস্ত করতে আসলে তাদেরকে নিজ দায়িত্বে প্রতিহত করতে হবে। ৭ জানুয়ারি জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবে, তারা শেখ হাসিনার সঙ্গে আছেন, উন্নয়নের সঙ্গে আছেন।’
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘যারা ২০১৪, ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তারা গত এক বছর ধরে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে প্রমাণ করেছে, তারা অতীতের ন্যায় অগ্নি সন্ত্রাসের সঙ্গেই আছে। তারা মানুষের কল্যাণ করতে পারে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে প্রধান অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমানো। এছাড়া, আগামী ৫ বছরে ১ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নির্বাচনের পর অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের ছেলে-মেয়েদের তার জন্য প্রস্তুত করুন।’
মেয়র বলেন, ‘এখানে জুট ও সুগার মিল ঠিকমতো চলছে না। এগুলো ভালোমতো চালানোর যথাযথ উদ্যোগ নেওয়া হবে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রাজশাহীতে নৌ-বন্দর প্রতিষ্ঠা করা হবে। নৌ-বন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।’
নির্বাচনি সভার প্রধান বক্তা ছিলেন ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ। কাটাখালী পৌরসভার সাবেক মেয়র ও কাটাখালী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্বাস আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক প্রমুখ।
কেয়া/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম