কাউনিয়া স্টেশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লাইনচ্যুত ইঞ্জিন
রংপুরের কাউনিয়া রেল স্টেশনে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির ইঞ্জিন পরিবর্তনের সময় ঘটনাটি ঘটে। এতে কেউ আহত হননি। স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক।
হোসেন মোবারক জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ আহত হননি। স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
রংপুর রেলওয়ে স্টেশন সুপার শংকর গাঙ্গুলী জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমিরুল/মাসুদ