কুষ্টিয়া-২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএমের প্রার্থী আরিফুর রহমান
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী শেখ আরিফুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিনকে সমর্থন দেন।
আরিফুর রহমান বলেন, আমার দল থেকে কোনও সহযোগিতা না করায় স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এর আগে, আমি পৌরসভা নির্বাচন করেছি। স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এর আগে, গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সরদার মো. মুসতানজীদ নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্তমানে এই আসনে ভোটের মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী ইফতেখার মাহমুদ (মোড়া প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ফারুকী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন (ট্রাক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী বাবুল আক্তার (চেয়ার), স্বতন্ত্র প্রার্থী রুবেল পারভেজ (ঈগল) ও ১৪ দলের প্রার্থী হাসানুল হক ইনু (নৌকা)।
কাঞ্চন/কেআই