চাটমোহরে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের গণসংযোগে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে নৌকার শ্লোগান দেন। তারা লাঠিসোটা নিয়ে আক্রমণ করে বলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দাবি করেছেন।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ট্রাকের ভোট চেয়ে গণসংযোগ করছিলাম খৈরাশ গ্রামে। এসময় ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে নৌকার কর্মীরা আমাদের ওপর হামলা করে। আমারা দ্রুত বামনগ্রামের দিকে চলে আসি। বিষয়টি তাৎক্ষনিক সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
তিনি আরও বলেন, আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। নৌকার সশস্ত্র কর্মীরা আমাদের নানাভাবে বাধা দেওয়াসহ হুমকি-ধামকি দিচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহীন/কেআই