ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

অব্যবহৃত বাড়িতে মিলল ৪১ ককটেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৩
অব্যবহৃত বাড়িতে মিলল ৪১ ককটেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অব্যবহৃত একটি বাড়ি থেকে ৪১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (৩০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী র‌্যার-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

এর আগে, গতকাল রাতে উপজেলার নায়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মুনীম ফেরদৌস বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। এরপর থেকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুর এলাকায় একটি অব্যবহৃত বাড়ি থেকে ৪১টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে, তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ককটেলগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়