মাদারীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আর মাত্র কয়েক ঘণ্টা। মাদারীপুরের কালকিনিতে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে মানুষের ঢল নেমেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জড়ো হচ্ছেন।
জনসভার মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে। সড়ক জুড়ে তোরণ ও আর ব্যানার পোস্টারে ছেঁয়ে গেছে। জনসভায় শেখ হাসিনার সাথে তার ছোটবোন শেখ রেহানাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
তাদের স্বাগত জানাতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর আগমনে জেলায় মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলেছেন এলাকাবাসী। পদ্মা সেতু নির্মাণের পর এই জনসভা দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনে আরো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। তাইতো আনন্দে আত্মহারা সাধারণ মানুষ।
জনসভার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী।
সরেজমিনে দেখা যায়, সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরণে ছেঁয়ে গেছে চারদিক।
প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮শ ৫৬ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ৮ প্রার্থী।
বেলাল/টিপু