উঠান বৈঠকে বিরিয়ানি বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের এক সমর্থক আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠকে বিরিয়ানি বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের কিছু অংশ ব্লক করে উঠান বৈঠক শেষে বিরিয়ানি বিতরণ করছিলেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থক ইসমাইল। এ অপরাধে তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, প্রচারণা শুরুর পর থেকে নির্বাচনি পরিবেশ শান্ত রাখতে আমরা মাঠে রয়েছি। আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি বিতরণ করায় এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইমরান/কেআই