আগামী পাঁচ বছর জনগণের জন্য কাজ করতে চাই: সাকিব
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, আগামী পাঁচ বছর জনগণের জন্য কাজ করতে চাই। যদি সুযোগ পাই আপনাদের হতাশ করব না।
শনিবার (৩০ ডিসেম্বর) এক নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদ বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ড প্রমুখ।
এর আগে, সাকিব জনসভাস্থলে পৌঁছালে তাকে বাদ্যবাজনা আর ঢোলের তালে নেচে-গেয়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়। সাকিব তার বক্তৃতায় বলেন, আপনাদের এই উৎসাহ-উদ্দীপনা আমাকে আরও বেশি উৎসাহিত করে।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি উৎসাহ নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে মাগুরাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলব।
শাহীন/কেআই