ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় যুবলীগ নেতা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৩১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় যুবলীগ নেতা নিহত

রফিকুল হাসান রাজ। ফাইল ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বালুবাহী ট্রলির ধাক্কায় রফিকুল হাসান রাজ (২৪) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল রাতে উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংক পাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে ও গোপালগঞ্জ পৌর যুবলীগের সদস্য ছিলেন।

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার বলেন, শনিবার রাতে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাদল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়