ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলাকাটা লাশ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৩১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৩
মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলাকাটা লাশ

মাঠে দুই ভাইয়ের মরদেহ পড়ে থাকার খবরে স্থানীয়দের ভিড়

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি মাঠ থেকে দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই ভাই হলেন- সবুজ (২৫) ও হৃদয় (১৮)। তারা পানিঘাটা এলাকার মঞ্জুর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে দুইজনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাদের বড় ভাই আবুল কালাম বলেন, গতকাল রাতে সবুজ ও হৃদয়কে খুঁজতে বাড়িতে আসে ফারুক শিকদারের ছেলে আশিক, বিপ্লব ও হাসিব। পরে আজ সকালে দুই ভাইয়ের গলাকাটা লাশ পাই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উন ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়