ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাগেরহাটে অস্ত্র ও ককটেল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৩১ ডিসেম্বর ২০২৩  
বাগেরহাটে অস্ত্র ও ককটেল উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেলসহ ১টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, পিস্তলের ৫টি গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে র‌্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবীর বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেলসহ ১টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। বাগেরহাটের টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।

শহিদুল/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়