ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

গাজীপুরে বিয়ের দাবিতে অনশনে জর্ডান প্রবাসী তরুণী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৩১ ডিসেম্বর ২০২৩  
গাজীপুরে বিয়ের দাবিতে অনশনে জর্ডান প্রবাসী তরুণী

অনশনরত তরুণী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন জর্ডান প্রবাসী সোমা নামে এক তরুণী। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন তিনি। প্রেমিক আসাদ বাড়ি থেকে পালিয়ে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমার ৯ বছর আগে বিয়ের মেহেদী রঙ মুছে যাওয়ার আগে তার স্বামীর মৃত্যু হয়। এর বছর খানেক পরে তিনি গার্মেন্টস ভিসায় জর্ডানে পাড়ি দেন। ২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে আসেন। স্থানীয় ডুমদিয়া বাজারে আসাদের সঙ্গে পরিচয় হয় পাশের গ্রামের বাসিন্দা ওই তরুণীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান এবং ঘনিষ্ঠভাবে সময় কাটান। কয়েক বছর পর দেশে ফিরে তারা বিয়ে করবে প্রতিশ্রুতি নিয়ে সোমা আবারও জর্ডানে পাড়ি জমান। গত ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। এ পরিপ্রেক্ষিতে বিয়ের দাবিতে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে আসাদের বাড়িতে অনশন শুরু করেছেন সোমা।

সোমার ভাই বলেন, ‘আমার ছোট বোনকে বিয়ের আশ্বাসে আসাদকে নগদ প্রায় ৭ লাখ টাকা দিয়েছি। এখন টাকা ফেরতৎ দেয় না এবং বোনকে বিয়ে করবে না বলে আসাদ জানিয়েছেন। এ কথা শুনে শনিবার সকাল থেকে ছেলের বাড়িতে অনশন শুরু করেছে সোমা।’ 
 
অনশনরত সোমা বলেন, ‘বিয়ের আশ্বাসে দুই বছরে জর্ডান থেকে আসাদ ও তার পরিবারকে প্রায় ৭ লাখ টাকা দিয়েছি। বিয়ের আশ্বাসে আমার বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন। এখন করতে চাচ্ছেন না।’ 
 
এ ব্যাপারে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন তালুকদার বলেন, ‘ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

আরো পড়ুন:

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়