‘বিএনপি যে হারে বহিষ্কার শুরু করেছে তাতেই তারা নেতা শূন্য হচ্ছে’
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার বলেছেন, ‘নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিএনপি যে হারে বহিষ্কার শুরু করেছে তাতেই তারা নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে।’
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া স্কুল মাঠ, নতুন পাড়া, সোনাই ছড়ি বেতবুনিয়া ও উপজেলা মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির কেন্দ্র থেকে প্রতিদিনই নেতাকর্মীদের বহিষ্কারের চিঠি পাঠানো হচ্ছে।
তিনি বলেন, বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছে। সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক আঞ্চলিক দল ভোট বর্জন ও ভোট কেন্দ্র যেতে নিষেধ করেছে বলে শুনেছি। আঞ্চলিক দলগুলো আমাদের শত্রুভাবে। পাহাড়ের কোনো আঞ্চলিক দলের সঙ্গে আমাদের শত্রুতা নেই। পার্বত্য অঞ্চলের দাবি বাস্তবায়নে জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে। বিএনপি কখনোই এই অঞ্চলের উন্নয়ন করেনি। চুক্তি বাস্তবায়ন হতে হলে দীপংকর তালুকদারের হাত ধরেই হতে হবে।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুদোহা চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজয়/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম