পাবনায় সোমবার উৎসব, বই পৌঁছেছে ৬২.২ ভাগ
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা বছর প্রথম দিন হাতে নতুন বই পাবে। পাবনা জেলাও এর ব্যতিক্রম নয়। ইতোমধ্যে জেলায় নতুন বই আনা হয়েছে। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেও গেছে। তবে সংকট রয়েছে অষ্টম ও নবম শ্রেণীর বইয়ের। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বই এসেছে।
পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী জানান, জেলায় ৫২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোট বইয়ের চাহিদা দেয়া হয়েছিল ২৯ লাখ ৩৪ হাজার ৬১৫টি। বই পাওয়া গেছে ১৮ লাখ ২৫ হাজার ৪০২টি। এখনও বই আসেনি ১১ লাখ ৯ হাজার ২১৩টি। সেই হিসাবে পাবনা জেলায় মাধ্যমিকের বই পাওয়া গেছে ৬২ দশমিক ২ ভাগ বই। আর এখনও বই পৌঁছায়নি ৩৭ দশমিক ৮ ভাগ বই।
তিনি জানান, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শতভাগ বই পাওয়া গেছে। সংকট রয়েছে অষ্টম ও নবম শ্রেণীর বইয়ের। অষ্টম শ্রেণীর ৮০ ভাগ ও নবম শ্রেণীর ৩১ ভাগ বই পাওয়া গেছে। জেলায় নবম শ্রেণীর বইয়ের চাহিদা ছিল ৭ লাখ ৫০ হাজার ২৪৮টি। আর বই পাওয়া গেছে মাত্র ২ লাখ ৩২ হাজার। অর্থাৎ নবম শ্রেণীর ৫ লাখ ১৮ হাজার ২৮টি বই এখনও আসেনি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বইগুলো এসে যাবে বলে জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, পাবনা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১৩৬টি। মোট বইয়ের চাহিদা দেয়া হয়েছিল ১৯ লাখ ৩৬ হাজার ৭০০টি। শতভাগ বই এসেছে। বই সংকট নেই। ১ জানুয়ারি জেলা স্কুল মাঠে সকাল ৯টায় বই উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
শাহীন/বকুল
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম