আ.লীগ কখনো ইশতেহার অপূর্ণ রাখেনি: পরশ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো কোনো ইশতেহার অপূর্ণ রাখেনি। ভবিষ্যতেও অপূর্ণ রাখবে না। যুদ্ধাপরাধীদের বিচারের মতো কঠিন ইশতেহার পূরণ করে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে।’
রোববার (৩১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে নৌকার প্রার্থী বেনজির আহমদের পক্ষে নির্বাচনি পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ধামরাই পৌর ঈদগাহ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা।
তারেক রহমানকে উদ্দেশ্য করে যুবলীগের চেয়ারম্যান বলেন, বিদেশে বসে অসহযোগ আন্দোলন করা যায় না। তাই দেশে এসে আন্দোলন করুন।
বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, বাংলাদেশে আপনারা নির্বাচন করলেন না। আপনারা পাকিস্তান গিয়ে নির্বাচন করুন। এ দেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে জামায়াতের মতো আপনাদেরও রাজনীতি নিষিদ্ধ করা হবে।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী রাসেল, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান প্রমুখ।
সাব্বির/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম